নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১১,মার্চ :: দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ড সিকিউরিটি ব্যারাকের এলাকায় ভুতুড়ে ভোটার স্কুটিনি করলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই ভুতুড়ে ভোটার ধরবার নিদান দিয়েছিলেন দলের সকলকেই সে মতোই রাজ্যের বিভিন্ন জায়গায় অতি তৎপরতার সাথে ভুতুড়ে ভোটার নিরীক্ষণ শুরু হয়েছে।
সোমবার রাতে তারই প্রতিফলন দেখতে পাওয়া গেল ৩১ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক নিচে ভোটার কার্ড ও তার এপিক নাম্বার চেক করে দেখে নেন যে তাদের এলাকার ভোটারদের অন্য কোন জায়গায় ভোটার লিস্টে নাম আছে কি নেই, একই সাথে তিনি উল্লেখ করেন হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো ।
উল্লেখ্য উক্তিটি করবার কারণ ছিল পার্লামেন্টে আজকে সকল বিরোধীদলেরা একই সাথে ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিলেন সমর্থন জানিয়েছিলেন তা থেকে আবারো প্রমাণিত বাংলাই শ্রেষ্ঠ। ভারতকেই পথ দেখাচ্ছে বাংলা ।