নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৭,নভেম্বর :: পুলিশ গোপন সূত্রে খবর দুর্গাপুরে আই টি আই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুর বিধান নগর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।
কয়েক টন লোহার অ্যাঙ্গেল আটক করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মতো। পিক আপ ভ্যান সহ গ্রেপ্তার করা হয় দুইজনকে। একজনের নাম সাগর আকুড়ে আর একজনের নাম এমডি রাজা খান সগর ভাঙ্গার কুসুম তলার বাসিন্দা বলে জানা গেছে। বিধান নগর ফাঁড়ির পক্ষ থেকে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ দুর্গাপুর মহকুমা আদালতে আসামিদের তোলা হবে।