নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৩,ডিসেম্বর :: দুর্গাপুরে আবারও এক বড় খেলার ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর থেকে ১৩ ইডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৫১ তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগীতা ২০২৫।
সিধু কানহো স্টেডিয়ামে বুধবার দুপুর ১২টায় উদ্বোধন হতে চলেছে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ২৪ টি রাজ্যের ১৪৭ জন প্রতিযোগী অংশগ্রহন করবে। যার মধ্যে থাকছেন ৭ জন মহিলা গ্র্যান্ডমাস্টার। খেতাব প্রাপ্ত মোট খেলোয়াড়ের সংখ্যা ১৪।
এই প্রতিযোগীতার মোট পুরষ্কার মুল্য ৩০ লক্ষ টাকা। সারা বাংলা দাবা সংস্থা আয়োজিত এই প্রতিযোগীতার একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল,
যেখানে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ড মাস্টার মেরিয়ম গোমস, পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক সুব্রত চ্যাটার্জী প্রমুখ।

