নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৫,জানুয়ারি :: বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর দাবিতে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে ‘কমল মেলা’ আয়োজন করা হচ্ছে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই মেলা।
মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। বিজেপির দাবি, এই মেলা কোনও দলীয় নয়, বরং নাগরিক উদ্যোগ।
সাংবাদিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের মানুষ নিজেদের সংস্কৃতি ফেরানোর দাবিতেই এই মেলার আয়োজন। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নাগরিক মঞ্চের ব্যানার থাকলেও কার্যত এই মেলার আয়োজক বিজেপিই।
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক মেলার বিষয় নয়। সব মিলিয়ে দুর্গাপুরের ‘কমল মেলা’ ঘিরে সংস্কৃতির নামে রাজনীতি হচ্ছে কি না, তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
