নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: ২০১৮ সাল থেকে নিজেকে পরিবহন সংস্থার কর্ণধার বলে দুর্গাপুরের বেনাচিতি আনন্দনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন সৌরভ। সূত্রের খবর এই সৌরভ অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ। কয়লা কাণ্ডে তদন্তে আরো গতি আনতে আজ সকাল ৭ টা নাগাদ সিবিআই য়ের পাঁচ সদস্যর টিম সৌরভের বাড়িতে তলাসিতে আসে।
