নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২০,ডিসেম্বর :: দুর্গাপুরে জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে মহা মিছিল। মিছিলটি আই ও সি বটেলিং প্ল্যান্ট থেকে শুরু করে গ্যামন ব্রিজ মোড় পর্যন্ত মিছিলটি যায়। মিছিলে মোট আড়াই হাজার থেকে তিন হাজার শ্রমিকরা হাজির হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসি কর্মাধ্যক্ষ দীপঙ্কর লাহা, শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি সহ সমস্ত কারখানার শ্রমিকগণ। জেলা আইএনটিটিইউসি কর্মাধ্যক্ষ দীপঙ্কর লাহা বলেন
রাজ্যের তৃণমূলের ট্রেড ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি লাগাতার লড়াই করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রাজ্য তৃণমূলের ট্রেড ইউনিয়নের সভাপতি পার্লামেন্টের সদস্য হিসাবে শপথ নিয়েছেন ।
তার এই প্রচেষ্টাকে সার্থক রুপ দেবার জন্য গ্রাসরুট লেভেলে শ্রমিক বৃন্দরা রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের যে কালা আইন ভ্রান্ত শ্রম নীতি লাগু করার চেষ্টা করছে শ্রমিকদের উপর তার প্রতিবাদে আমাদের এই মহা মিছিল।