নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা কালিবাড়িতে, ধরা পরল ২ চোর , জানা গেছে পহেলা বৈশাখের দিন রাতে পুরোহিত পুজো করে চলে যায়।
তারপরেই মন্দির চত্বরে জড়ো হয়,৪ থেকে ৫ জন, তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলে আশেপাশের লোকজনের চিৎকারে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের করে বিধান নগর ফাঁড়িতে।
তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে সিসি টিভির মাধ্যমে বিধান নগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার করে। আজ বিধান নগর ফাঁড়ির পুলিশ সাত দিনের পুলিশী হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।