দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ, কোক ওভেন থানায় মামলা।পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কোক ওভেন থানা অন্তর্গত ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষ নগর এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

এলাকার এক প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের দাদা শিবনাথ মন্ডলের বিরুদ্ধে তাঁর ভাইঝিকে শ্লীলতাহানির চেষ্টা ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিবনাথ মন্ডল তার ভাইঝিকে নিজস্ব চারচাকা গাড়িতে বাড়ি ছাড়ার কথা বলে ঘুরতে নিয়ে যান। পরে অন্যত্র নিয়ে গিয়ে সুযোগ বুঝে অশালীন প্রস্তাব দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ।

কোনওরকমে সেখান থেকে ফিরে এসে নির্যাতিতা পুরো বিষয়টি পরিবারের কাছে জানান।এরপর বুধবার রাতে কোক ওভেন থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =