দুর্গাপুরে বহুতল পরিদর্শনে পুলিশ টিম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১২,ডিসেম্বর :: দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শন করলেন আসানসোল–দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা।

এসিপি সুবীর রায়ের নেতৃত্বে শঙ্করপুর মোড়ের এক বহুতলে আগুন নেভানোর সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়। পুলিশ হোটেল–রেস্তোরাঁ গুলিতেও ফায়ার সিস্টেম ও এক্সিট পয়েন্ট পর্যবেক্ষণ করে।

বহুতলের কর্ণধার বিনয় ঝা জানান, আগুন প্রতিরোধে সব ব্যবস্থা আছে; পুলিশের দেওয়া পরামর্শও মানা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =