নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: দুর্গাপুরে বুধবার রাতে বর্ষবরণে মেতে উঠল গোটা শহর। নববর্ষের প্রাক্কালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে রাশিয়ান ডান্সারদের পরিবেশনায় ছিল বিশেষ চমক। গান-নাচে মাতোয়ারা হয়ে ওঠেন শিল্পাঞ্চলের মানুষজন।
বড় থেকে ছোট, কচিকাঁচা থেকে শুরু করে সকলেই এই বর্ষবরণে অংশ নেন। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল দুর্গাপুর শিল্পাঞ্চল সহ সারা বিশ্ব। বর্ষবরণের রাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

