নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৬,নভেম্বর :: গতকাল দুর্গাপুরের মায়াবাজার এলাকায় দলের বিজয় সম্মেলনেতে যোগ দিতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে করে দুর্গাপুরের ডিভিসি ডাইরেক্টর বাংলোতে রাত্রি নিবাস করে আজ সকালে মায়াবাজার ডিটিপিএস এলাকায় সকালে প্রাতঃভ্রমনে বেরন সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক লক্ষণ ঘোরুই সহ দলীয় কর্মীরা।
