নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৭,জানুয়ারি :: দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউসিটি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এল গুরুত্বপূর্ণ অগ্রগতি। কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দিলেন নির্যাতিতা ছাত্রী।
প্রসঙ্গত, গত বছর আইকিউসিটি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্পশহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে।
অভিযোগকারিণীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনও অসঙ্গতি নেই। এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর।

