দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া কে গণ গণধর্ষণের মামলায় কুড়ি দিন পর চার্জশিট সিট জমা পড়ল আদালতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া কে গণ গণধর্ষণের মামলায় কুড়ি দিন পর চার্জশিট সিট জমা পড়লো আদালতে। নির্যাতিতার সহপাঠী(ওয়াসেফ আলির) বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা

অপু বাউরি,শেখ নাসিরউদ্দিন ও শেখ ফেরদৌস এর বিরুদ্ধে গণধর্ষণ তোলাবাজি ও ডাকাতি মামলা। শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা।

দুমাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =