দুর্গাপুরে শুরু হল সৃষ্টিশ্রী মেলার তৃতীয় বর্ষ। মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার৩১,ডিসেম্বর :: দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলার তৃতীয় বর্ষের সূচনা, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি বিক্রি। দুর্গাপুরে শুরু হল সৃষ্টিশ্রী মেলার তৃতীয় বর্ষ। মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পুরনিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়সহ বিশিষ্টরা।

এবছর রাজ্যের ১৩টি জেলা থেকে ১৪৩ জন হস্তশিল্পী মেলায় অংশ নিয়েছেন। তাঁদের তৈরি নানা ঐতিহ্যবাহী কারুশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মন্ত্রী মলয় ঘটক জানান, প্রথম বছরে বিক্রি হয়েছিল ৯৭ লক্ষ, দ্বিতীয় বছরে ১ কোটি ৬৪ লক্ষ টাকা। এবছর বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটিরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =