দুর্গাপুরে সরকারী হাউজিং আবাসন পরিদর্শনে বিধানসভার হাউজিং স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: দুর্গাপুরে সরকারী হাউজিং আবাসন পরিদর্শনে বিধানসভার হাউজিং স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। কথা বললেন আবাসিকদের সাথে। এবার সরকারী আবাসন থেকে বেআইনি দখলদার সরাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।

আর সেই লক্ষ্যে এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যর দল দুর্গাপুরে সগরভাঙা হাউজিং আবাসন পরিদর্শন করলেন, সাথে ছিলেন সরকারি আবাসন দফতরের অধিকারিকরা। ১৯৬৪ সালে তৈরি সগরভাঙা হাউজিং কলোনী। প্রায় ১৭০০ হাউজিং রয়েছে।

২০১৪ সাল থেকে এই আবাসনগুলির একটা অংশ থেকে ভাড়া নেওয়া বন্ধ রয়েছে, যেহুতু তারা ঘরের এক্সটেনশন করেছে, সেই ক্ষেত্রে বিকল্প রাস্তা কি আছে সেটা নিয়েও আবাসিকদের সাথে কথা বলেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। আরো কি হলে ভালো হয় সেটা নিয়েও আবাসিকদের সাথে সরকারি কর্তারা একপ্রস্থ কথা বলেন। তৃণমূলের দুই বিধায়ক অলোক মাজি ও মনিরুল ইসলাম এই স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =