নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২২,ডিসেম্বর :: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের পাটশাওড়া গ্রামে বনশোল মোড় থেকে পাটশাওড়া পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস হল। রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পে এই রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষ টাকা।
সোমবার দুপুর দুটোয় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।
দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে সমস্যায় পড়তেন স্থানীয় বাসিন্দারা। নতুন পাকা রাস্তা হলে পাটশাওড়া ও আশপাশের এলাকার মানুষ উপকৃত হবেন বলে জানান বিধায়ক।

