নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৭,আগস্ট :: দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে বোনাস ও মজুরি ইস্যু ঘিরে চরম উত্তেজনা। ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ। সেই ভিডিও এখন ভাইরাল। শ্রমিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বোনাস ও মজুরি নিয়ে সমস্যা চলছিল। সেই সমস্যা সমাধানে আলোচনার জন্য মানস অধিকারী ঠিকাদারের কাছে গেলে উত্তেজনা ছড়ায়।অভিযোগ, ঠিকাদার শ্রমিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি ইতিমধ্যেই মানস অধিকারীর সঙ্গে কথা বলেছেন। এরপরেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। মানস অধিকারীর ওপরেও ক্ষোভ প্রকাশ করে তারা। মানস অধিকারীর দাবি, অভিযোগ একেবারেই ভিত্তিহীন।
তিনি বলেন, “আমি শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যই গিয়েছিলাম। আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। আমিই বরং শ্রমিকদের হয়ে প্রতিবাদ করেছি।” ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির কটাক্ষ, “এটাই তৃণমূলের কালচার।” পাল্টা শাসকদলের বক্তব্য, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।