নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়। ২৬ বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির রাজধানী দখল করলো আর
সেই খুশিতে পশ্চিম বাংলার দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় এক নম্বর বিদ্যাসাগর থেকে চন্ডীদাস পর্যন্ত বিজয় উল্লাস মিছিল। বিজেপির যুব মোর্চার তরফ থেকে ব্যান্ড বাজিয়ে আবির খেলে মিষ্টিমুখ করে পালন করলেন কর্মী সমর্থকেরা।