নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৭,ডিসেম্বর :: দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষে জাঁকজমকপূর্ণ সূচনা।নগরবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাসাড়ম্বরে শুরু হলো ‘দুর্গাপুর উৎসব ২০২৫’।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী , ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,
জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাভলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করা দুর্গাপুর উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিকতার ছন্দ এবং জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে এ বছরও শহরবাসীর জন্য রয়েছে বিশেষ চমক।

