নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৬,জুলাই :: দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ড রবিবার সকালে মেন গেট এলাকায় একুশে জুলাই উপলক্ষে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টিটিইউসির ঠিকা মজদুর ইউনিয়নের সম্পাদক গোলাম রসুল।
বৃষ্টিকে উপেক্ষা করে দুর্গাপুর মেনগেট এলাকায় এই মিছিলটি করা হয়। এই মিছিলে আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের শতাধিক মানুষ অংশ নেয়। এই মিছিলে কোনরকম বিশৃঙ্খলা এড়াতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।