দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পাঁড়দহি ও হরি বাজারে জন্ডিসে আক্রান্ত ৬২।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২০,মার্চ :: দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পাঁড়দহি ও হরি বাজারে জন্ডিসে আক্রান্ত ৬২। এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরের। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের ৭তারিখ থেকে এই দুই এলাকায় পেটে ব্যাথা এবং জ্বর শুরু হয়।

নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ। তারপর থেকে ১০০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে ৬২ জনের শরীরে হেপাটাইটিস-এ জীবাণু পাওয়া যায়।

তা থেকেই বোঝা যায় তাঁরা জন্ডিসে আক্রান্ত । তাদের মধ্যে ৩৫ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল।

নজর রাখছিল চিকিৎসক দল। কলকাতা স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছে । এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। দুটি এলাকাতেই নজর রাখা হচ্ছে।

দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারি জানালেন এইরকম খবর আমাদের নজরে আসে এবং আমরা ওখানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, ওখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে

দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গাপুর নগর নিগম থেকে জলের গাড়ি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =