দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইমে যে সমস্ত মানুষজনের টাকা খোয়া গেছিল, এবং যে সমস্ত মানুষজনের মোবাইল খোয়া গেছিল ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে তা ফেরত দেওয়া হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১০,এপ্রিল ::দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইমে যে সমস্ত মানুষজনের টাকা খোয়া গেছিল, এবং যে সমস্ত মানুষজনের মোবাইল খোয়া গেছিল ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মানুষজনদের টাকা ফেরত ও মোবাইল ফেরত দেয়া হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায়, সি আই এ রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা। মোট চার লক্ষ টাকা সাইবার ক্রাইমে ও ১৫ টি মোবাইল ফেরত দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + thirteen =