নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২১,মার্চ :: বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়করা সাথে দুর্ব্যবহার এর বিরোধিতায় তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যজুড়ে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ দেখাতে থাকে ।
ব্যতিক্রম যায় না পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিমএর বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এর নেতৃত্বে দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজিত করা হয় ।
মিছিলের পদযাত্রা ডিএমসি মোড় এ অবস্থান বিক্ষোভের মাধ্যমে বেশ ঘণ্টাখানেক পথ অবরোধ করে রাখে এরপরে টায়ারের আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে অবশেষে সহায়তায় বিক্ষোভকারীদের কে বিক্ষোভস্থান থেকে সরিয়ে দেওয়া হয়।
লক্ষণ ঘড়ুই কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তাদের বিরোধী দলনেতা ও একই সঙ্গে তারা যখন বারুইপুর গেছিলেন তাদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও রোহিঙ্গারা যে রূপ অভব্য আচরণ করেছেন তাদের মারতে উদ্যোগী হয়েছেন তারই বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই আগুন জ্বলছে আগামীতে যদি এ প্রতিরোধ না হয় তাহলে আন্দোলন আরও বৃহত্তর হয়ে উঠবে ।