নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: গত ২০২০ সালে কাঁকসার আমলা জোড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সহদেব ঘরুই এর বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।সহদেব ঘরুই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই এর ভাইপো।
ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। কাঁকসা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করতে পৌঁছাতেই, অভিযুক্ত সহদেব ঘরুই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কাঁকসা থানার পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পায় নি।
সহদেব ঘরুই এর বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ
বারংবার পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশ নামা পাঠানোর পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।দীর্ঘদিন ফেরার থাকার পর গত দু দিন আগে কাঁকসার রাজবাঁধে আসে একজনের বাড়িতে।মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমন করতে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে দেখে চিনতে পারে।
এর পরেই কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।ধৃতের বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণ করে তা মোবাইলে তুলে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করে বলে অভিযোগ ছিল।পক্স আইনে মামলা রুজু করে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।

