দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মচারীদের ইউনিয়ন গঠন সম্পর্কিত বৈঠক হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১০,সেপ্টেম্বর :: দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মচারীদের ইউনিয়ন গঠন সম্পর্কিত বৈঠক হয়ে গেল। অস্থায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে এই সংগঠন তৈরি, জানিয়েছেন আইএনটিটিইউসির জেলা নেতা অভিজিৎ ঘটক। অস্থায়ী শ্রমিকদের সুরক্ষিত করতে নানাভাবে এই সংগঠন পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি উৎসবের মরশুমের আগে বোনাসের পরিমাণ বাড়ানো যায় কিনা, সে বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে যে সমস্ত বিনামূল্যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে, সেখানে যাতে এই সমস্ত অস্থায়ী শ্রমিকদের আনা যায়, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন এই শ্রমিক নেতা।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সঠিক সময়ে বেতন না পাওয়া বা মজুরি বৈষম্যের অভিযোগ বিক্ষোভ ও কর্মবিরতি দেখিয়েছিলেন দুর্গাপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এই প্রসঙ্গে অভিজিৎ বাবু বলছেন, কিছু রাজনৈতিক দল ফায়দা লোটার জন্য এই ধরনের চক্রান্ত করে। কিন্তু প্রশাসন সমস্ত অস্থায়ী কর্মীদের পাশে রয়েছে এবং তাদের সুরক্ষার জন্যই এই সংগঠনের পথ চলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =