দুর্গাপুর ফরিদপুর কালিগঞ্জ জেলা অঞ্চলে ঘটে গেল ভয়াবহ ঘটনা – দেওরের হাতে খুন হলো বৌদি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৫,জানুয়ারি :: সকাল ৬ টা সময় বিন্দু রুইদাস নিজের বাড়িতে কাজ করছিলেন তার স্বামী বাম রুইদাস দুর্গাপুর নগর নিগমের কার্যরত কর্মী তিনি বাড়িতে ছিলেন না সেই সময় তার ভাই বিষ্ণু আসে এবং তার বৌদিকে ধারালো বটি দিয়ে আঘাত করতে থাকে।

বাড়ির লোক বাঁচাতে গেলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে এমনটাই জানিয়েছে তাদের বাড়ির লোক ঘটনাস্থলে আসে এনটিএস থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে পুলিশ আটক করেছে বিষ্ণু রুইদাস কে। মৃতা গৃহবধূর বাপের বাড়ির লোকজন অন্ডালের দক্ষিণ খন্ড থেকে পৌঁছায় কালীগঞ্জে।

তারপরেই ভাঙচুর চালায় বাড়িতে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথেও শুরু হয় বচসা থেকে ধস্তাধস্তি। যাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =