নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: দুর্গাপুর ফায়ার সার্ভিস রিক্রিয়েশন ক্লাব এর উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যান কবি দত্ত এই পুজো উদ্বোধন করেন ।বিশ্বকর্মা পুজো উপলক্ষে দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে সকাল থেকে পুজোর আয়োজন, দুপুর থেকে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।
দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের আধিকারিক পার্থসারথী ঘোষ বলেন আমাদের পুজো উদ্বোধন করেছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যান, আমাদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে মহালয়ার দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফল বিতরণ করা হবে। এছাড়াও দূর্গা পূজা উপলক্ষে গরিব বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ করা হবে।