নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৯,জুলাই :: তরুণ কুমার বালা মাথায় চুলের কাটিং করলেন ওঁ। দুর্গাপুর বিধান নগর সমাজ কল্যান ডাক বোম সেবা সমিতি থেকে ৩৬ জন ভক্ত দেওঘরের এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ১১ তারিখ । সকালে তারা ফিরে এলেন।এক ভক্ত তরুণ কুমার বালা বলেন এর আগেও দুবার আমি আমার মাথার চুলের কাটিং ওঁ করিয়েছিলাম। এবারেও আমি নতুনত্ব চুলের কাটিংয়ে ওঁ করিয়েছি। আমি দেওঘর যাচ্ছিলাম আমার ইচ্ছা ছিল আমার মাথার মধ্যে আমি ওঁ আঁকবো, ওই ওঁ টা একেই আমি গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে ওই জন্যই আমি এটা করেছি।