নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে উত্তেজনা। বৈধ ভোটারদের নাম সাত নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা। তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি।
পরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। বিজেপির অভিযোগ তাদের কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপির জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের কর্মীরা ফর্ম ৭জমা দিতে এসেছিল। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা চালায়।
লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের কর্মীদের মারধর করে।” পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, “বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিল। সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম। আমরা কাউকে মারিনি।”

