দুর্গাপুর মহকুমা হাসপাতালে জুড়লো নতুন পালক, উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যাপরোস্কপি মেশিন

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৩১,জানুয়ারি :: দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় জুড়লো নতুন পালক। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাসপাতালের প্রথম ল্যাপারোস্কপি মেশিন।

আধুনিক এই অস্ত্রোপচার যন্ত্রের মাধ্যমে এখন থেকে জটিল অপারেশনও তুলনামূলকভাবে কম সময়ে ও কম ঝুঁকিতে করা সম্ভব হবে।

সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ইংল্যান্ডের রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ল্যাপারোস্কপি মেশিনটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়।

এই উদ্যোগে সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। এদিন মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মণ্ডল, রোটারি ক্লাব অফ দুর্গাপুরের একাধিক সদস্য ও হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ল্যাপারোস্কপি মেশিন চালু হওয়ায় পেটের বিভিন্ন রোগ সংক্রান্ত অস্ত্রোপচার বিশেষ করে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও অন্যান্য জটিল অপারেশন এখন থেকে কম খরচে এবং দ্রুত করা সম্ভব হবে।

ফলে রোগীদের আর জেলা বা মহানগরের বেসরকারি হাসপাতালে ছুটতে হবে না।চিকিৎসা মহলের মতে, এই মেশিন চালু হওয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =