দুর্গাপুর :: মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে আন্দোলনে সামিল হল তৃণমূল কর্মী সর্মথকরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৩,সেপ্টেম্বর :: মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে আন্দোলনে সামিল হল তৃণমূল কর্মী সর্মথকরা । আন্দোলনকে সর্মথন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেই ভরসা রাখলো দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ।

    দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় মুখ্যমন্ত্রীর নিষেধ  সত্তেও টিএমসির বিক্ষোভ  ::  নিজস্ব চিত্র 

স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুশিয়ারী দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুশিয়ারী দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =