দুর্গাপুর : স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকওভেন থানায় পড়ুয়ারা ও শিক্ষকেরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২২,এপ্রিল :: স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকওভেন থানায় পড়ুয়ারা ও শিক্ষকেরা। আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, কোন কাজ হয়নি তাই আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি দাবি স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হকের।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এক সময় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ চার একর জমি দেয়। আড়াই একর জমির উপর গড়ে ওঠে স্কুল। দের একর জমি পড়ে থাকে। সেই জমি দখল হয়ে যায়।

বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন। কিন্তু দেড় একর জমি দখলদারদের খালি করার কথা জানানো হলেও তারা কোন কথার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ।

প্রধান শিক্ষক কলিমুল হকের আরও অভিযোগ, আমরা ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরগুলিতে অভিযোগ জানিয়েছে। কাজের কাজ কিছু হয়নি। সেই জন্যই আমরা কোক ওভেন থানায় অভিযোগ জানালাম।

এরপরেও যদি কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো। যদিও ডিপিএল জনসংযোগ আধিকারিক সৌগতা মিত্র ফোনে জানান, আপাতত এই বিষয়ে আমাদের কাছে কোন রেকর্ড নেই। তবে স্কুল তরফে যখন বলা হচ্ছে আমরা বিষয় টা খতিয়ে দেখবো।

তবে এরই মধ্যে এদিন দেখা গেল অন্য ছবি,, তীব্র দাবদহের মধ্যে দুর্গাপুরের কোক-ওভেন থানায় প্ল্যাকার্ড হাতে আসা পড়ুয়াদের ঠান্ডা পানীয় এবং চকলেট দেওয়া হয়। মানবিক মুখ দেখা গেলো কোকওভেন থানার পুলিশের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + sixteen =