নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৩,মে :: দুর্গাপুর স্টিল মোড় সংলগ্ন আড়া যাওয়ার রাস্তার ধারে অজ্ঞাত একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে যায়। একজন পথচারী তা দেখে স্টিল পার্কের কর্মরত ট্রাফিক সিভিক গার্ড কর্মীকে খবর দেন ।
সেই স্থানে ট্রাফিকের কর্মী এসে তড়িঘড়ি বিধান নগর ফাঁড়ির পুলিশকে ঘটনা জানায় এবং অ্যাম্বুলেন্স কে ফোন করে আসার জন্য। এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অজ্ঞাত ব্যক্তির নাম এবং ঠিকানা এখনো জানা যায়নি । কিভাবে ঘটনা ঘটলো তার তদন্তে শুরু করলো বিধান নগর ফাঁড়ির পুলিশ।