নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: শনিবার ৩০,আগস্ট :: দুর্গাপূজার আগে বন্ধ হয়ে গেল নাগরাকাটার বামনডাঙ্গা-টন্ডু চা বাগান। বৃহস্পতিবার বকেয়া এক পাক্ষিক বেতনের দাবীতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছিলেন।তারা চা বাগানের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে টন্ডু থেকে ছয় কিলোমিটার হাঁটিয়ে বামনডাঙ্গার ফ্যাক্টরিতে নিয়ে আসেন, পথে চলতে থাকে ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে উগ্র স্লোগান। ফ্যাক্টারিতে পৌঁছে সেখানে ম্যানেজারকে দাঁড় করিয়ে রেখে বিকেল পর্যন্ত চলে আন্দোলন।
শ্রমিকদের এমন উগ্র আন্দোলনের জেরে চা বাগানের সমস্যা আরোও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে শুক্রবার সকালে চা বাগানে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়। এর ফলে বিপাকে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক।