নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৮,এপ্রিল :: মঙ্গলবার সাত সকালে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুরের মোড়ের মাথায়।
চিত্র পরিচিতি :: এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে
জানা গেছে পান্ডুয়া থেকে বাসটি কালনায় আসছিল হঠাৎ করে শ্রীরামপুরের মোড়ের মাথায় গলির ভিতর থেকে ঢুকে পড়ে একটি টোটো, টোটো দেখে সজোরে ব্রেক কষে বাস ড্রাইভার। বাসটি তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন এবং কালনা থানার পুলিশ।
আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় কালনা হাসপাতালে। সূত্রের খবর এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত ৩৩ জন। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে।