সুফল চন্দ :: হুগলি :: সংবাদ প্রবাহ :: শুক্রবার উত্তরপাড়ার শখের বাজারে দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। জানা যায় মৃত বৃদ্ধের নাম অরুনোদয় মৌলিক। বছর ৬৫ অরুণোদয় মৌলিক শুক্রবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ সাইকেল করে জি টি রোড ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎই একটি চলন্ত ট্রাক পিছন দিক দিয়ে এসে ধাক্কা মারে সাইকেল আরোহীকে।
তারপর গুরুতর জখম হলে সেখানকার স্থানীয়রা তাকে নিয়ে সামনে থাকা মহামায়া হাসপাতালে ভর্তি করে। সেই হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে স্টাফরা অরুনোদায় বাবুকে সুস্থ করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় অর্থাৎ আর বাঁচাতে পারা গেল না। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনা খবর পাওয়া মাত্রই উত্তরপাড়ার কোতরং পৌরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল উপস্থিত হন। জানা যায় মৃত ব্যক্তি দিনগঙ্গায় থাকেন। মৃত ব্যক্তির পরিবারে স্ত্রী, বিবাহিত মেয়ে আছে। অরুনোদয় বাবুকে যে ট্রাকটি ধাক্কা মারে পুলিশ সেই ট্রাক টিকে আটক করেছে।