: দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস : জখম অন্তত ১ শিশু সহ ৩০ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস | জখম অন্তত ১ শিশু সহ ৩০ জন । অত্যন্ত দ্রুতগতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়ল যাত্রীবোঝাই বাসটি ।

বাসের যাত্রীরা বারবার বাসচালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুতগতিতে বাস চালানোর ফলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় । সাতসকালে দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা । অন্তত ১ শিশু সহ ৩০ জন জখম হয়েছেন বলে কুড়মুন হাসপাতাল সুত্রে খবর ।

তাদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে । দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। ভান্ডারডিহি ও ছোটবেলুনের মধ্যবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপদের মধ্যে বাস দ্রুতগতিতে চালানোর জন্য বলে যাত্রীদের অভিযোগ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =