নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: সোমবার ২৯,জুলাই :: বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হচ্ছে। সর্বদা মানুষকে সচেতন করছে বীরভূম জেলা পুলিশ। কিন্তু পুলিশের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেনীর বাইক চালক ও লরি চালকরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। ফলে দুর্ঘটনা ঘটছে।
তাই দুর্ঘটনা কমাতে এবার দ্রুতগতির গাড়ি ধরতে নাকা চেকিং শুরু করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। এদিন রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে শাল নদীর কাছে নাকা চেকিং শুরু করল দুবরাজপুর থানার পুলিশ।
পাশাপাশি প্রতিটি গাড়ির গতি মাপা হল। জোরে গাড়ি চালানো হচ্ছে কিনা সেগুলোও দেখা হয়। তাছাড়াও প্রতিটি লরি এবং চার চাকা গাড়ির চালকরা সিট বেল্ট পরে গাড়ী চালাচ্ছেন কিনা সেটাও চেক করে পুলিশ। পাশাপাশি যে সকল বাইক চালক হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাঁদের ফাইন করা হয়। অন্যদিকে, বেশকিছু বাইকের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেগুলোও দেখে পুলিশ।