নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৯ই এপ্রিল :: দুর্ঘটনা রুখতে কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার বেশ কিছু যুবককে যান নিয়ন্ত্রণ করার ও ট্রাফিক পুলিশকে সহযোগিতার জন্য ৪০ জন অস্থায়ী হোম গার্ড নিয়োগ করা হয়।
মাসিক বেতন চুক্তিতে গত এক মাস ধরে প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের কর্তব্য পালন করছেন।গত কয়েকদিন আগেই তারা এক মাসের বেতন হাতে পেয়েছে।
আর প্রথম মাসের বেতন হাতে পাওয়ার পরই তারা তাদের বেতনের টাকা থেকে কিছুটা অংশ ভালো কাজের জন্য খরচ করবে সেই সিদ্ধান্ত নেয়। সেইমত রবিবার কাঁকসার রাজবাঁধের শিশু সদন নামের একটি অনাথ আশ্রমের শিশুদের জন্য খাবার ও খেলার সরঞ্জাম কিনে শিশু সদনের পড়ুয়াদের হাতে তুলে দেয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস,ট্রাফিক পুলিশের কর্মীরা ও অস্থায়ী হোম গার্ডরা ও শিশু সদনের আধিকারিকরা।