দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি! পোলঘাট পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রবিবার ৯,নভেম্বর :: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলি মোল্লা নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

                                                          অভিযোগ দায়ের করেছেন সুরাত আলি মোল্লা

অভিযোগকারীর দাবি, এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে—জলাভূমি ভরাট, সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয়ের মতো গুরুতর দুর্নীতি ঘটছে পোলঘাট পঞ্চায়েতে। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ আনেন তিনি।

আর সেই অভিযোগ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারউল হকের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তাঁর বক্তব্য, “সব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ যাতে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করে, সেই দাবি জানাচ্ছি।” পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন, তাকেও হুমকি দেওয়া হচ্ছে কিছু মহলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + ten =