নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গে সীমাহীন ছুটি, দুর্নীতি, খুন-ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চন্দননগরে অনুষ্ঠিত হলো ‘পরিবর্তন সংকল্প সভা’।
সভায় উপস্থিত ছিলেন অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী ও কর্মীরা। সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়া হয় এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

