নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৩০,ডিসেম্বর :: দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। দুর্নীতি সামনে আসতেই দিনহাটা পুরসভা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী।
পদ ত্যাগ পর মন্ত্রী উদয়ন গুহ বিষয়টি নিয়ে কাউন্সিলরদের সাথে দেখা করে কথা বলেন। একই সঙ্গে চেয়ারম্যানকেক দুর্নীতির ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে দিনহাটা থানার পুলিশ। তার আগেই তিনি পদ ত্যাগ করেন ।
সোমবার দিনহাটা পৌরসভার বোর্ড মিটিং শেষে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান জানান, যেহেতু তার সময়েই জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ হয়েছিল তাই তদন্তে সহযোগিতা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও সেটা নজির সৃষ্টি করার মত সিদ্ধান্ত। তবে এদিন চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে দ্বিধা বিভক্ত দেখা যায় কাউন্সিলরদের মধ্যেই।
প্রসঙ্গত জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ নিয়ে রীতিমতো উত্তাল দিনহাটা পৌরসভা। অভিযোগ উত্তম চক্রবর্তী নামে পৌরসভার পূর্ত দপ্তরের পিওন পদের এক কর্মী অনেকদিন ধরে নাগরিকদের বাড়ি তৈরির জাল প্ল্যান দিয়ে আসছিল। আর সেটা নজরে আসতেই নড়েচড়ে বসে দিনহাটা পৌরসভা।
ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে পাঁচজন সাধারণ নাগরিকের অভিযোগপত্র সহ দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। তার মাঝেই আজ বোর্ড মিটিং করে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী।