সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ২,অক্টোবর :: মহালয়ার পুণ্য লগ্নে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে পিতৃ তর্পণ করতে সাধারণ মানুষদের ভিড় উপছে পড়েছে। গঙ্গাস্নান করার পাশাপাশি পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়েছে বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে।
বুধবার ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে তেমনি অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পিতৃ তর্পণে কয়েক হাজার পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে।
বৃষ্টিকে উপেক্ষা করে চলছে পুণ্যের স্নান ও পিতৃ তর্পণ। অমাবস্যার কোটাল থাকার কারণে ইতিমধ্যেই গঙ্গাসাগরে জল স্ফীতি দেখা দিয়েছে। ব্লক প্রশাসনের আধিকারিকদের তরফ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনী তরফ থেকে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে চলছে পুণ্যার্থীদের সতর্কীকরণের মাইকিং।
শুধুমাত্র গঙ্গাসাগরের পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে এমনটাই নয়। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতেও সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।