দুষ্কৃতীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের কর্মী আব্দুস সামাদ নামে এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: দুষ্কৃতীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের কর্মী আব্দুস সামাদ নামে এক  ব্যক্তি । ঘটনায় তিনি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন ।

যদিও এই বিষয়ে অভিযুক্তরা জানায় ঘটনায় তারা কোনভাবেই জড়িত নয় । দল বিরোধী কাজ করার জন্য আলোচনায় বসেছিল সেই খবর যেতেই গ্রামবাসীরা তাড়া করলে ছুটে পালাতে গিয়ে গাছে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে ।

সমগ্র ঘটনা ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কল্যাণপুরে । অন্যদিকে ক্ষীরগ্রাম অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রধানের বাড়ি চড়াও হলেন কিছু দুষ্কৃতী বলে কৈচর পুলিশ ফাঁড়িতে দ্বারস্থ হলেন অভিজিৎ সামন্ত ।

কয়েক মাস ধরেই মঙ্গলকোটের রাজনীতিতে মেরুকরণের পালাবদলের চিত্র ধরা পড়ছে । একদিকে বিধায়ক গোষ্ঠী অন্যদিকে সভাধিপতি গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকছে ।

কল্যাণপুরের ঘটনায় আহত আব্দুস সামাদ জানান মাঠে কাজ করতে যাওয়ার সময় ৬-৭ জন দুষ্কৃতী চড়াও হয় । জেলা সভাধিপতির উদ্যোগে মানুষের প্রতি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করাতেই এই ঘটনা ঘটেছে বলে আব্দুস সামাদের দাবি ।

যদিও অভিযুক্তরা সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন দল বিরোধী কাজে অংশগ্রহণ করায় গ্রামের লোক বিষয়ে জানতে গেলে তারা ছুটে পালাতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =