কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: দুষ্কৃতী দলের হামলায় গুরুতর আহত মানিকচক ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান।গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে মানিকচকের মথুরাপুর এলাকায়।স্থানীয় সুএে জানা গেছে, গতকাল রাতে বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ট্রাফিক আইন অমান্য করে মথুরাপুরের চৌরঙ্গী মোড় এলাকায় দ্রুতগতিতে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল।
পাশে দাঁড়িয়ে থাকা সভাপতির গাড়িতে ধাক্কা মারে এক যুবক।ঘটনার প্রতিবাদ করলে বেশকয়েক জন যুবক চড়াও হয় যুব সভাপতি ইমরান হাসানের উপর। মারধর করা হয়।মুখ সহ গোটা শরীর আঘাত লাগে বলে জানা যায়।হামলা চালানোর পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জখম অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে।প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।এই মর্মে আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে মানিকচক ব্লক সভাপতি ইমরান হাসান বলেন,গতকাল সরস্বতী পূজো দেখতে সপরিবারে প্রতিমা দর্শনে বেরিয়ে ছিলাম।মথুরাপুর চৌরঙ্গীমোড় মোড় এলাকায় বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে আমার গাড়ি ধাক্কা মারে।প্রতিবাদ করলে আমার উপর চড়াও হয় এবং মারধর করে।তবে এই ঘটনায় কোন রাজনৈতিক রং নেই।