দানিস আলী :: সংবাদ প্রবাহ :: পোলবা :: পোলবা দাদপুর ব্লক এর বিশিষ্ট সমাজসেবী সামিম মণ্ডলের নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এ বছর ও ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আলিনগর মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পোলবা হসপিটাল এর রুগীসহ দুঃস্থ মানুষদের হাতে ফলের প্যাকেট বিতরণ করা হয়।। উক্ত অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন।এই বিষয়ে শামীম মন্ডল বলেন দুস্থ মানুষদের পাশে দাঁড়ালে এক স্বর্গীয় অনুভূতি ও পরিতৃপ্তি পাওয়া যায় ।