নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৯,জুলাই :: দু দিনের নিম্নচাপের বৃষ্টিতে হাওড়া বিভিন্ন জায়গায় কদমতলা টিকিয়াপাড়া ,সাতরাগাছি বাঁকড়া বালটিকুরি দাশনগর জলের নিচে। বাঁকরা এক নম্বর পঞ্চায়েত একটি মাদ্রাসা স্কুলে এমন একটি ছবি ধরা পড়লো। মাদ্রাসার ক্লাস রুম জলমগ্ন পাশাপাশি স্কুলের লাইব্রেরী অফিসএর ছবি টা দেখুন।
অভিভাবকরা এতে ক্ষুব্ধ কারণ ছাত্র-ছাত্রী স্কুল না করতে পেরে বাড়ি ফিরে আসার জন্য ।পাশাপাশি অভিযোগ ওঠে স্কুলের পরিচালন কমিটির ওপর । রাস্তায় খানা খন্দ থাকার ফলে পথচারীরা পড়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে সব মিলিয়ে সেই পুরনো ছবি ,সেই একই খবর ,নেই কোনো সুরাহা ।