নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৫ বছর পর টেট,তাই আশায় বুক বেঁধেছে বহু পরীক্ষার্থী। এক অন্যরকম ছবি দেখা গেল দুর্গাপুরের গর্মেন্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে। ১২:০০ টা থেকে ২:৩০মিঃ পর্যন্ত টেটের পরীক্ষা আর তারই শেষ মুহূর্তে আসানসোলের মুর্গাশোলের বাসিন্দা দু মাসের কন্যা ওজাশভি কে মায়ের দুধ খাইয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন টেট পরীক্ষার্থী তথা মা রিষ্কু চৌধুরী।
চাকরির প্রয়োজন, পাশাপাশি পাহাড় সমান দুর্নীতি মধ্যোও এবারে যেন স্বচ্ছতার সাথে পরীক্ষা হয় এমনই দাবি করেন স্বামী ওমপ্রকাশ ভগৎ