নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জেলার অন্যতম প্রাক্তন খেলোয়াড় মানস রায় বর্মন(৫১)। তিনি একাধারে ছিলেন অ্যাথলেট, আবার অন্যদিকে ছিলেন নামী ফুটবলারও। পাশপাশি তিনি ছিলেন দক্ষ প্রশিক্ষকও। ২০১২ সালে অ্যাথলেটিক্স শিবিরে প্রশিক্ষক হিসেবে বেশ সাড়া ফেলেছিলেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স সাব কমিটির সদস্য ছিলেন বহুবছর। তাঁর এক সতীর্থ সুদামচন্দ্র ঘোষ জানান, গত জানুয়ারি মাসে তিনি দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হন। তারপর থেকেই অসুস্থ। সোমবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর অসংখ্য গুণগ্রাহী এবং ছাত্র-ছাত্রীরা ভিড় জমান তাঁর কৃষ্ণপল্লীর বাড়িতে।