নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৬,অক্টোবর :: এবার রামের স্মরণে তৃণমূল কংগ্রেস? গত বছর দূর্গা পুজোতে বিজেপি নেতা সজল ঘোষের ক্লাবে রাম মন্দিরের থিম নজর কেড়ে ছিল রাজ্যবাসীর। এবার মালদা পুজো কমিটির থিমে রাম মন্দির। যে কমিটির মাথায় রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
আবার ভার্চুয়ালি মাধ্যমে পুজোর উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। ‘শেষ সময়ে সকলেই রাম নাম নেয়। বুঝতে পেরেছে রাম ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না’। পুজোর থিম নিয়েও এই ভাবেই কটাক্ষের সুর বিজেপির গলায়।
রাম মন্দির দেশের সম্পদ। যারা দেখতে যেতে পারেন নি তাদের জন্য এই থিম দাবি পূজা তৃণমূল কংগ্রেস নেতা তথা উদ্যোক্তাদের। আমরা বামপন্থীদের মতো পুজোর বিরোধিতা করি না। আবার বিজেপির মত ইস্যু নিয়ে রাজনীতি করি না। রাজ্য সরকার প্রত্যেক পূজা কমিটিকে অনুদান দেয়।